আপনারা ছিলেন বলেই আজ আমরা আছি।
চির যৌবনা বাংলায় ধরলা,তিস্তা বয়ে চলে
আপনারা ছিলেন বলেই
আমারা আমাদের অধিকার ফিরে পেয়েছি
রক্তের দামে কেনা কলমে লিখেছি আমার ঠিকানা
পদ্মা,মেঘনা,যমুনা।
আপনারা ছিলেন বলেই আজ উচ্চস্বরে রাজপথে স্লোগানে নামি,
আমি আমার গনতন্ত্রকে পেয়েছি
আপনারা ছিলেন বলেই আজ অধিকার নিয়ে বিক্ষোভ,অনশন করি।
যমুনা সেতু থেকে পদ্মার বহুমুখী সেতু
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মেট্রোরেল
মহাশুন্যে ভাসচ্ছে স্যাটেলাইট বঙ্গবন্ধু।
আপনারা ছিলেন বলেই
বাংলার সূর্য উদিত হয়েছিলো পূর্বাকাশে
এই শরৎ,এই হেমন্ত,এই বসন্ত দিগন্তের ফসলের মাঠ তিন নদীর মোহনা পহাড়ের বুকে চিরে ঝর্ণা
সবুজ অরন্য তারা সবাই  পেয়েছে বাংলাকে।
আপনারা কে?
এই প্রশ্নের উত্তর কিংবদন্তির কাব্য জানে
এক মহাইতিহাস এক মহাযুগ এক রক্তাক্ত মার্চ জানে।


[বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু গুণ  কে উৎসর্গ করলাম]