জানিনা কেনো তুমি আমায় এতো ভালোবাসলে
বলো কোন মায়ায় কোন টানে?
যদি কখনো আমার স্মার্টনেস চলে যায়
পরিবারের দায়িত্ব সামালাতে অভাব আসে
তখন কি তুমি এমনি ভালোবাসবে?

যদি কখনো কোন দিন অযৌক্তিক অনিয়মে
তোমার সাথে আমার ঝগড়া বাঁধে
সত্যি কি তুমি আমায় ভুল বুঝবে?
আমার বাচন ভঙ্গি, শব্দ চয়ন
তোমার জন্য আমার উদার মন
যদি তোমার আঘাতে কখনো ভাঙ্গে
সার্জারি স্পেসালিস্টের মত ঠিক করে নেব।

কখনো যদি বয়সের ভারে চামড়ায় ভাঁজ পরে
মাথার চুল বিবর্ণ হয়ে যায়
যুবক বয়সের পৌরুষত্ব যদি সময়ে হারায়
তখনো কি এমন কোমল চোখে তাকাবে?

যদি হঠাৎ এক্সিডেন্টে আমি বিকলঙ্গ হয়ে যাই
তুমি কি ঠিক এমনি আদরে আগলে রাখবে?

আমার ভিতরে শুধু তোমার বসবাস
সত্যি বলছি এটুকুই রাখিও বিশ্বাস
মেসেঞ্জারে, হোয়াটসএপে, কোন অপরিচিতজনের মেসেজ অথবা ফোন কলে
তুমি কি অবিশ্বাসী হবে?

যদি আমাকে তোমার মনের মত করে
ইচ্ছে থাকে নিজেস্ব করে রাখার
তাহলে আমার মনের কাছে প্রশ্ন করো
আমি কি হই তোমার?
সে সব কিছু বলবে, নিঃসন্দেহে।