তোমার রুপের প্রেমে আমি পরবোনা
তোমার চুলের মায়ায়,ঠোঁটের লিবিস্টিক
ডান ভূটা কেমন,বাম ভূটা কেমন লাগে
কোন শাড়ীতে মানায় ভালো,
সাজলে তোমায় কেমন লাগে
এসবের প্রেমে আমি পরবোনা।


তুমি হাসলে যেমনি হাসো,
তোমার চোখ যেমনি হোকনা কেনো
তোমার চোখের মায়ায় পরবোনা
তুমি যে সমন্ধে আমায় ডাকো
তাতে নাক গলাবোনা;
যা খুশিতে ডাকতে পারো,আদর করে,দুষ্টমিতে।


আমি তোমার রুপের প্রেমে পরবোনা
অথবা সরস্বতি প্রদত্ত কোনো গুনের
আমি তোমার নখের প্রেমে পরবোনা
তোমার বাবার অর্থের।


সত্যি বলছি,আলতা পায়ে পায়েল পরো যদি
কেমন লাগে,থাক তা বলছিনা
আমি বলছি মন আছে কী?
তোমার স্নিগ্ধ মন পেলেই যথেষ্ট প্রিয়ো
তাতেই সব মিলিয়ে নেবো,আমার যত চাওয়া।