ভালো না থাকলেও ভালো থাকার অভিনয় করে চলতে হয়।
বলতে হবে ভালো আছি।আর ভালো থাকতে হয়।
ভালো না থাকলেও বলতে নেই
আমি ভালো নেই,খুবি কষ্টে আছি,খুব খারাপ আছি
কারন তোমার খারাপ খবর কাউকে শুনিয়ে কোনো লাভ নেই।
কে কিভাবে নেবে,নিজের খারাপ থাকার খবর
খুব কাছের কাউকে শেয়ার করতে হয়।
যে তোমার ভালো চায়,যে তোমার শুভাকাঙ্খী।
কাউকে অযাথা বলতে যেওনা তুমি ভালো নেই
তোমার এই সমস্যা,তোমার সে সমস্যা
তোমার সমস্যার  সমাধান তো হবেইনা বরং
তুমি আরো সমস্যার সমুখীন হবে।
হয়তো তোমার সমস্যার কথা শুনে
মুখে মুখে শান্তনা দেবে কিন্তু মনে মনে সে হাসবে
এখানে ওখানে বলে বেড়াবে
তোমার সব কথা।
হয়তো কানে কানে কানাকানি হতে হতে
একদিন তোমার কান অব্দি কিছুটা বিকৃত হয়ে
চলে আসবে সেই সব কথা।
এতে বরং তোমার কষ্ট আরো বাড়বে,
সমস্যায় পরলে তার সমাধান আছে
পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই।
অতএব তোমার মন খারাপের কথা কাউকে বলবেনা
বলতে নেই,বলতে হবে ভালো আছি।