নারীত্ব ছাড়িয়া পুরুষত্বের দিকে অগ্রসর হইলে,
    গৃহিনীর সহিত সংসার ধর্ম নিপাত করিলে |
দুঃসাহসিক কর্ম লইয়া ক্ষনে ক্ষনে গর্জন ছাড়িলে,
  লাজ লজ্জার বিসর্জন দিইয়া আধুনিকা সাজিলে |
মাতৃত্ব চলিয়া গেল অনেক দুরে, তুমি রইলে আপন সুরে,
তোমার বাচ্চা যে কাঁদিয়া মরে, - দেখিলে একটু ঘুরে !  
সময় তোমার নাই, কিন্তু যাইবে তুমি কোথায় ?
ভাবিয়া দেখো, ফিরিয়া এসো, দুনিয়া দেখে তোমায়  |
ও নারী এত সাজিলে, তুমি বুঝি যৌবনত্বে পা রাখিলে !
বিপথে যাইবে না, তুমিও ঘরে ফিরো সময় হইলে |
টানা চোখে কাজল মাখো, তুমি আজকাল ভয়ঙ্করী লাগো,
মিনিস স্কার্ট আর জিন্স পরো, দুর্দান্ত সাজে কী যে করো !
    ভুল বুঝিও না, একটু শান্ত হইয়া বসো,
অতি আধুনিকত্ব ছাড়িয়া, দয়া করিয়া নারীত্বে বাঁচো |