নৈশ‍্য প্রহরীর দল আজ আশঙ্কিত,
ছদ্মবেশী-হানাদারী ডাকাতেরা যদিও কুণ্ঠিত।
দিকে দিকে ঘোষিত হল জাগতে হবে রাত্রি,
ঘুম আর নয় বাঁচাতে হবে ধাত্রী।
নারীত্ব বিক্রিত, দামে দরে একাকার,
ইতিহাস সাক্ষী এরাই কিন্তু শত্রু পক্ষের সংহার।
গুটি কয়েক নিজ লোকের কূটনৈতিক চালে,
স্বদেশ আজ বিপদগ্ৰস্ত, পরিপূর্ণ এই জঞ্জালে।
যত ভেদ- এই রাত্রির অন্তরালে ঢেকে দিতে হবে,
কারণ নতুন সূর্য উদিত হবে গর্বকরা ঐতিহ্যের খোঁজে।
এবার নৈশ‍্য প্রহরীরা ধাবমান হল বীরত্বের মশাল হাতে,
কেউ ফিরল,ফিরল না- শোনা গেল সবটা জন্মভূমির স্বার্থে।
লজ্জিত সভ‍্যতা আজও কত অহংকারী- মিথ্যা দম্ভে,
দর্শনীয় মানবিকতা- পরিপূর্ণ লাল লেলিহান রক্তে।
পৌরুষত্ব কোথায়! অসহায় গৃহবন্দী নারীত্বের আঁচলে,
না, কর্তব্যরত সেই প্রহরীর বীরত্বের যুদ্ধ ঢালে!
সীমা ছাড়িয়ে অতর্কিত আক্রমণ করবে শিরচ্ছেদ,
অনেক হল আর নয় বন্ধ হবে কী মনুষ্যত্বের বিচ্ছেদ।