হঠাৎ লোকটা অন্ধকারের আড়ালে,
হয়তো একা, এই সময়ের নির্জন বেড়াজালে |
     অস্পষ্ট চেহারার অজানা কৌতুহলে,  
     দ্বারস্থ আজ রহস্যময় রাস্তার মাঝে |
যদিও নিশুতি রাতের একাগ্ৰতা অনেক থমথমে,
তবুও একদল অস্থিরতা কাছে আসে হনহনিয়ে |
    লোকটা জানিয়ে দেয় কিছু ইশারাতে,
এই ভৌতিক আচরন আমার আবছায়া অকপটে |
    একান্ত সঙ্গী হয় সে বাড়ি ফেরার পথে,
    কথা হল অনেক ওই লোকটার সাথে |
অদ্ভূত বেশ - লুকিয়ে রাখা শরীরের কারন আছে,
বিচলিত অঙ্গীকার আর গোপনীয় বিনাশের সাথে |
দিকভ্রমে সুসম্পর্ক ভেঙে চুরমার নিয়ত বিশ্বাসে,
জমে উঠল দুই শরীরী - অশরীরী বাক্যালাপে |
      গাঢ় অন্ধকার ঢেকে দিল লোকটাকে,
চিনতে কি ভুল হল আমার আজকের ছায়াটাকে |