দিন কাটছে অনায়াসে, গোলমেলে সময়ের তালে
    আড়াল করে নিঃশব্দ, পাগলামীর শ্লেষ
   মাঝে মাঝে কিছু একটা শিহরণ জাগায়,
ভাবায়, সর্বনাশ তুমি আজও আমার নিশ্বাসে |


বহু যুগ আগে, আমার ভালবাসার আত্মহত্যার
ফাঁকে
জলন্ত আহুতি দিয়েছিল সদ্য বিকশিত জীবন,
  শত খন্ডিত হৃদয় কূলে কূলে ভাসমান তখন,
অসম্ভব, এখনও আমি তোমার সেই অবহেলারই ঘাটে !


দূরত্ব অনেকটাই, কী যেন লেখা ছিলো সেটা তে
      অকপট সত্যি, শান্তি শুধু বিনাশে,
শুরু হয়েছে ঘূর্ণিঝড়, এর মাঝে কে আপন কে পর !
    অনেক হল -এবারতো বলে যাও শেষটাতে |

       স্যাঁতসেঁতে শরীর আর ঘুণ ধরা খাটে,  
       মৌনতা জন্ম দেয় একাধিক যন্ত্রনার,
       সহ্য ধৈর্য হারায় - অনেক কল্পনায়,
তারই মাঝে তোমার কটাক্ষ জড়িয়ে ধরে মধ্য রাএির এই শয্যায় |


   নিদারুণ কষ্টের চিৎকার কী শোনা যাচ্ছে !
    রহস্য ঘনীভূত, তুমি বুঝি অনেক ক্লান্ত !
পাওনি শুনতে, পরিচিত গহ্বর থেকে যে আগত,
তাহলে, এরকম কেন ! এটা মানবিকতার কোন অজুহাতে ?


    যদি কখনো দেখা হয় - তোমার অজান্তে,
   অপরিচিত শএু, না লৌকিকতার চির বন্ধু  !
   গোলমেলে সময়, কী পরিচয় হবে তখন,
    আসলে সব অসুবিধাতো সেই ওখানে  |