ছন্নছাড়া মানুষের দল
মাঝে মাঝে দেখা দেয় রাস্তার দুধারে,
হয়ত তাদের অব্যক্ত চাহনি
তাকিয়ে থাকে আধুনিক সভ্যতার দিকে |
তাদের শরীর আছে
কিন্তু সেই শরীরে মাংস কোথায় ?
মুখ আছে, কিন্তু
সেই মুখে হাসি কোথায় ?
নৃশংসতা যেন চুষে খায়,
তাই সুখ শব্দে এরা ভয় পায় |
কারও বস্ত্র ছিন্নভিন্ন
কেউবা আবার অর্ধ নগ্ন,
কলঙ্ক স্বরূপ অবহেলিত মানবিকতায়
আজ সত্যি এরা নগন্য |
প্রচণ্ড নিবিড়তায়
ক্ষুধা তাদের নিত্য নতুন স্বপ্ন দেখায়,
হেথা সেথা করে
তাদের পেট ভরে ওঠে শুধু নিষ্ফলতায় |
পরিবার আছে, আত্মীয় স্বজন সবই আছে
- শুধু সেই ঘনিষ্ঠতার কোন অর্থ নেই,
মা আছে, বাবা আছে
- শুধু সেই ডাকের কোন মাধুর্য নেই  |
বেঁচে থাকার জন্য লড়াই আছে,
কিন্তু তার সামর্থ কোথায় ?
সাময়িক সুখ দুঃখ আছে,
কিন্তু তার প্রকাশ কোথায় ?
প্রচন্ড তাপে পুড়ে যাওয়া শরীর আছে,
কিন্তু মাথার উপর ছাদ কোথায় ?
গুটিসুটি দিয়ে শুয়ে থাকা আছে,
কিন্তু একখানি চাদর কোথায় ?
নির্মম স্বার্থপরতা
আজ তাল মিলিয়ে নাচে,
ঘুমহীন অসংখ্য চোখ
হাহাকরে কী যেন খোঁজে !
আসলে এরা ঠিক সভ্য নয়
- যাযাবর কিংবা উদ্বাস্তু,
আসলে এরা ঠিক মনুষ্য নয়
- আধুনিক বাস্তবের মাঝে অন্যকিছু  |