শশী তুমি রজনীকে
            বিলিয়ে জ্যোতি,
কি পেয়েছ নিজেতে
            কোন বিভূতি?
ভানু হতে জ্যোতি নিয়ে
            কি করেছ লাভ?
বিন্দু রাখনা নিজে
             বিলাও অগাধ।
ক্ষাণিক পরে সে-ই
             দিয়ে যায় ফাঁকি!
তুমিও লুকাও নব
             প্রভাতে ঢাকি!
সার্থকতা বলে যদি
             কোনো কিছু থাকে।
তা হলো তুমি আছো
             অসীম উপমাতে।।


রচনাকাল: ২০১৫ ইং