শিরোনামটা তোমার কাছে নিছক কিছু
কল্পকথা মনে হতে পারে,
অথবা ব্যর্থ কোনো অভিব্যক্তিবাদও ঠেকতে পারে,
আমার কাছে কিন্তু ঠিক সে রকম-ই!
একেবারে অভিন্ন!
প্রকৃতপক্ষে স্পর্শের বাইরে
অন্যরকম একটি জগৎ আছে।
সেখানে কোনো কামরূপী বিষধর সর্প নেই,
নেই কোনো ইন্দ্রিয় তৃপ্তির প্রত্যাশা।
তবে কি আছে সেই জগতে?
নিশ্চই এই প্রশ্ন করবে! তাই না?
হ্যাঁ বলছি। সেখানে আর যা আছে তা হলো প্রেম!