আলোয় ভাসছে প্রিয় এই শহর
তবুও বড় অভিমানী
রাতের আনাচে কানাচে কত গল্প খোঁজে বিষ
আমরা ক জনই বা জানি?


সবকিছু বয়ে যায়,
তটিনী, আবেগ কিংবা সময়
আমরা শুধু ঝোঁপ হয়ে থাকি
বাইরের কাঁটা দিয়ে ভেতরের ছায়া ঢেকে রাখি।


মেঘ হয়ে ভেসে যেতে চাই
ছুঁয়ে নিতে চাই পরশপাথর,
অথবা হতে চাই টেরাকোটা
রেখে যেতে চাই আঁচড়।


সত্যিই কি আঁচড় কাটা যায়?
সত্যিই কি থাকে অবশেষ?
সবকিছু শেষ হয়,
তটিনী, আবেগ কিংবা সময়...