এই শহরে কিছু আঁকিবুকি
চাঁদের আলোয় মিশে যেতে থাকে
হঠাৎ করে দুহাত বাড়িয়ে কেউ
যেটুকু সবুজ আছে,সন্তর্পণে মাখে
নিজের জরাজীর্ণ মনে।


নর্দমার ধার ঘেঁষে ভগ্নপ্রায় বাড়ি
যেন খুব প্রবীণ তবু আসলে আনাড়ি।
হালকা আলোয় ঢাকা কয়েকটি ঘর
জ্যান্ত কিছু শরীরের একমাত্র দোসর।


এই শহরে এখনো বৃষ্টি নামে,
এই শহর এখনো ভিজতে জানে,
চুঁইয়ে পড়া রঙ দিয়েও এখনো
দিন বদলের ছবি আঁকতে জানে।