সবাই এখন হঠাৎ করে,
লুকিয়ে থাকা অন্ধকারে
জমানো যত পাপের ভারে
স্পর্শ কাতর।


পথের শেষে পথ নেই আর
মনের ভেতর ইচ্ছে জানার
অথচ বন্ধ সকল দুয়ার,
অষ্ট প্রহর।


ঘুম জাগানো স্বপ্ন ছিল
যুদ্ধে বাঁচার শর্ত ছিল
ব্যথা ভোলানো আগুন ছিল
বুকের ভেতর।


হঠাৎ করেই কিসের ঝোঁকে
অন্ধ হলো সকল লোকে
ঝলসে গেল সবুজ যত
রইলো পাথর।