ভাঙা চাকায় পেরেক মেরে
আর কতকাল চড়বে গাড়ি,
ছেঁড়া পালের নৌকো নিয়ে
চাইবে দিতে সাগর পাড়ি?
মৃত্যু দিয়ে আর কতকাল
চলবে তোমার জুয়া খেলা,
ইস্পাতেরই চশমা চোখে
অন্ধ সাজা সারাবেলা?
দিন-প্রতিদিন মরছে মানুষ
তোমার মুখে শান্তনারা,
অশ্রু কত বিষাক্ত তা
বুজছে সকল স্বজনহারা।
ষোল কোটি আজ অসহায়
দেখার মত নেই তো কেহ,
ফেরার কথা হাসি মুখে
ফিরছে খোকার নিথর দেহ!
রাস্তা-নদীর বাঁকে বাঁকে
মৃত্যুদূতের হাতছানি ডাক,
মূল ফটকে পর্দা দিয়ে
বারাঙ্গনার খাচ্ছো যে পাক।
আর কতবার মরতে হবে
তবে তোমার দৃষ্টি পাবো?
এই বাঙালী রুখতে জানে
এই কথাটা একটু ভাবো।


(১১ই আগষ্ট ২০১৪, সোমবার)