সুখের চাবি, সুখের চাবি
কোথায় আছিস তুই?
জানিস আমার ধন বলিতে
তিন কাঠা এই ভূই!
দুই ফসলা জমি আমার
ঘামে ফলাই ধান,
অশিক্ষিত কৃষক আমি
নেইতো আমার মান।
বাপ মরিলো ষোল বছর
আমার তখন নয়,
অনাহারী থাকছি কত
করতে খাবার জয়।
আজকে হঠাৎ কর্তা বাবু
খুললো দেনার বই,
এই জমিতে পরবে নাকি
কর্তাবাবুর মই।
লাল খাতার ওই পাতায় নাকি
আমার বাবার নাম,
ভূই দিয়ে তাই শুধতে হবে
পুরান দেনার দাম।
সুখের চাবি, সুখের চাবি
একটু শুনে যাও,
আমার হাতে বিষের বোতল
দেখতে কিগো পাও?
এই জমিতেই মরব আমি
থাকবে পরে লাশ,
লাশকে আমার সার বানিয়ে
করুক জমি চাষ!


(১২ই আগষ্ট ২০১৪, মঙ্গলবার)