মেঘলা প্রহর
একা ঘুম ভোর
স্বপ্নেরা ছোঁয়
মন করিডোর,
নিজেকে নিজেই হারাই
অলস পুরের দেশে,
যে দেশে আমার এ মন
নাচছে ছুটির আবেশে!!


ঘুম ঘুম চোখ
জানালায় মুখ,
সাদা মেঘে ঢাকা
আকাশের বুক
অঝোর ধারায় বৃষ্টি এসো
ভিজব তোমার জলে,
ব্যস্ততাকে ছুটি দিয়ে
ছুটব হিজল তলে!!


একা একা গাই
আনমনে গান
মেঘ বালিকার
উচাটন প্রাণ
ইচ্ছে ফুলের পাপড়ি জুড়ে
প্রজাপতির মেলা
নানান রঙের ডানায় ডানায়
বুনছি স্বপন বেলা!!


জানালার হাতে
মেঘেদের বারি,
ব্যাস্ততাদের
দেব আজ আড়ি
ভিজবে যে আজ হিজল বনে
বৃষ্টি ভেজার ক্ষন,
চোখের তারায় বৃষ্টি বিলাস
অপেক্ষাতুর মন!!


(১৬ই আগষ্ট ২০১৪, শনিবার)


(নেই কাজ তো খই ভাজ। আকাশটা ঘুমোট ধরে বসে আছে, তাই বসে কি করব, একটা গান লেখার বৃথা চেষ্টা করলাম আরকি!! যেহেতু গান এই প্রথম লেখার চেষ্টা করেছি, সেহেতু বৃথা চেষ্টাই বলা যায়।)