কবিতার মন ভালো নেই।
অসুস্থ এই পৃথিবীর বুকে _
আজ কবিতা রক্তাক্ত ক্ষত,
সভ্য রুপী হায়েনার দল
কবিতাকে করেছে আহত।


কবিতা আজ বিরহের সুরে
আকাশ - বাতাস করছে ভারী।


কবিতা আজ মর্মাহত,
হৃদয়ে দুঃখ ভরা রমনীর মতো।
কবিতার কবিত্ব জগতে
নেই কোনো রোষানল।
তবুও সুখের দুয়ারে
পড়লো অমাবস্যার ছায়া।


কবিতার হাতের নরম গোলাপ
প্রাণহীন বিবর্ণ, রুক্ষ এক সংলাপ।


মন ভালো নেই
কবিতার মন ভালো নেই,
কবিতার ভাষা আজ কম্পিত।
নরম গোলাপ গেছে শুকিয়ে
এইবার হুল ফোটাতে প্রস্তুত
তীক্ষ্ণ গোলাপের কাটা।


নিরব রাতের পরে
কবিতা ফিরে একা,
সুখের ছাড়পত্র নিয়ে হাতে।
কবিতার মন ভালো নেই
অসুস্থ এই পৃথিবীর বুকে।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
___প্রসেনজিৎ সরকার।