পরের জন্মে -
আমি না হয় পাহাড় হবো,
হাজারো মৌনতার ভিড়ে
খুঁজে নেবো আপন নীড়।
পরের জন্মে তুমি না হয় হবে
শরতের আসন্ন প্রভাতের শিশির,
বিন্দু বিন্দু জল দিয়ে না হয়
জাগিয়ে তুলিও পাহাড়ের নিরবতা।
পরশ দিও তোমার রাঙা দুটি হাতের।


পরের জন্মে -
আমি না হয় পাহাড়ই হবো,
সারারাতের পরে পাহাড়ের গায়ে
তুমি হেঁটে বেড়িও শিশিরভেজা ঘাসে।
তোমার আলতা রাঙা দুটি পায়ে।
পরের জন্মে তুমি না হয় হবে
চঞ্চল ধারায় বয়ে চলা নদী।
তোমার পরশে ভেঙ্গে দিও পাহাড়ের
নুড়ি পাথরের এ মৌনতা।
পাহাড় না হয় নত হবে -
নদীর স্নিগ্ধ কোমল প্রনয় ধারায়।
পরের জন্মে -
তুমি না হয় নদী ই হবে।
তোমার কাছে হবো ঋণী,
নতুন করে নাম দেবো স্রোতস্বিনী।


________রচনাঃ ১৭ ভাদ্র, ১৪২৬
_____রবিবার, ০১ সেপ্টেম্ববর, ২০১৯