//ডাইরি//
                                 -।প্রসেনজিৎ পাল।
অসংখ্য পত্রসমষ্টি দিয়ে গঠিত;
কিছু মানুষের তুমি,চিত্তের দর্পন সমিত॥
কাব্যিক-সাহিত্যিকের তুমি প্রিয় মিতা,
তুমি ছারা ফোটেনা তাদের কবিতা॥
অসংখ্য মানুষের,মনের গহনের কথা ;
তোমার ওই সিতপত্রে ঢাকা॥
কেও আবার তার নিজস্ব উপাধানের পাশে;
কেওবা রাখে তোমায়,নিরালা স্থানে॥
ধিরে ধিরে তুমি যত পুর্ন হতে চলো ;
তুমি তখন তোমা প্রভুর চিত্তের বহুবাক্য জানো॥
সকল সাহিত্যিকের খ্যাতির দলিল তুমি;
তাই সকলে তোমায় রাখে,খুব সযন্তে তুলি॥
লেখকের মৃত্যুর পরেও,তার লেখনির সাক্ষী কেবল তুমি;
তোমার পত্রে খুজিলে পাইবে লেখকের সকল লেখনি॥
তুমি বেঁচে থাকো মানুষের গোপন সাক্ষী হয়ে;
প্রচুর কাব্য-গদ্য,উপন্যাস ইত্যাদি লেখা নিয়ে॥


✍✍✍✍✍👍প্রসেনজিৎ  পাল
(ডাইরির মানুষের সাথে অন্যরকমের সম্পর্ক,একটি পত্রসামগ্রী হয়েও এর গুরুর্ত সত্যি অপরিসীম। 📖📖📖📑📗📙📚 )
DATE:17/10/2016
Time:11:32pm
subarnapur colony.Class-Xi