মানুষ বাঁচে কেমনে?
সবার মাঝে থাকে কিন্তু কী ভয়ংকর একাকী বাঁচে,
নির্বাক বেঁচে থাকে!
নির্বাক বেঁচে থাকা কী নির্জীব বাঁচা নয়?
উদ্ভিদের মতন নির্জীব প্রাণ ধারণ
কী প্রয়োজন!
একা একাকী, সবার মাঝে অথচ
সঙ্গ হীন নিঃপ্রাণ জীবন-যাপন।
হৃদয় তো সঙ্গ চায়
প্রাণের স্পন্দন চায়,
তবে কেনো এই নির্বাক পথচলা,
একাকী মরে মরে বেঁচে থাকা!
অর্থহীন এই একাকী পথ নিশ্চিহ্ন করবো আমি
একদিন,বেদনাতুর একাকী নির্বাক নিঃসঙ্গ
আর্তনাদে।