ঢাং-কুরাকুর ঢাং-কুরাকুর বাজছে ঢাক-ঢোল
ওরে সবাই তারাতারি এবার বই-খাতা তোল
কার্তিক-গনেশ-লক্ষী-স্বরস্বতী এসেছে চার ভাই-বোন
ওদের সাথে করবো খেলা মোরা সারাক্ষন
ষষ্ঠি হতে নবমী থাকবে ওরা এই চারদিন
নিত্য নতুন জামা-প্যান্টে সাজবো মোরা রঙ্গীন
বেলুন হাতে-বন্ধুক সাথে
আতস বাজির শব্দে রাতে
খুশীর আমেজ রইল পথে
আলোক সজ্জায় মন যে মাতে
সকলের সহিত বেশ আনন্দে কাটে
পূজার প্রত্যেক দিবা ও রাএে ॥