এলো রে এলো-
খুশীর আমেজ এলো
নীল সীমানায়-
দূর ঠিকানায়-
খুশীর হদীশ মিললো-
নবীন প্রভাত
রঙীন কিরন-
মিলবো সবাই -
করবো মিলন
আসবে যখন
নবীন বৎসরের আগমন
বিদায় হইয়াছে তব পুরাতন
বৎসরের কালি রাতি গমন
রয়ল শুধু স্মৃতি টুকু সমন॥


আজি এ ঊষার পুণ্য লগনে
উদিয়াছে নবীন পূর্ণ সূর্য গগনে-
এসো তবে করিয়া আপন  
লহি নিমূল জাতি ভেদের অষম- বিনাশ,
করিয়া তাহাদের আপন নিকট বিশ্বাস
সম ভূ-প্রকৃতিতে বাস করিয়া, কেন ফেলিবো মোরা বিষম নিঃশ্বাস??