এর চেয়ে ভালো আর হয় না
বুকফাটা চিৎকার ভেতরটাকে  
রক্তাক্ত করে প্রকাশ করছে তার হাসি মুখে।


চোখ বুজলেই সে ডাকে
ভালবাসার আচল পেতে।
চোখ বুজলে আরো দুটি চোখ
আমার দিকে তাকিয়ে থাকে
অবিরাম মূর্ছনার ঈক্ষণে।
সেই দৃষ্টির না পরে পলক না আছে ক্লান্তি
শুধুই অতৃপ্ত জিজ্ঞাসা,
কেনো তুমি এমন করলে?
কি ছিলো আমার দোষ?


না পারি সইতে না পারি দিতে উত্তর
বাস্তবতার করুণ লীলা খেলা।
উত্তর কি শুধুই আঁখির হীরমান বারি?
যার নেই কোনো অর্থ-নেই কোনো মূল্য!
শুধুই একটি বানি
কি করে পারলাম আমি?
হ্যা! হয়তো পারছি!
ধীরে ধীরে অজান্তে-জেদে।


বুকের খাঁচায় স্পর্শ করি
কোনো স্পন্দন নেই
ওহ্ ! ভুলেই গেছি
দেহ সংসারে হৃদয় বিনা
দক্ষতার পূর্ণ বিচরণ ছিলো আমার বহুকালের।  


(লিখা হয়েছে- 22 September 2015, 1:21 A.M.)