ভালবাসা উঁকি দেয় ছোট্ট ছোট্ট মিষ্টি ডাকে
হৃদয় কেঁপে উঠে আবেগ ঘন অনুরাগে।


মন চায়! সেই শান্ত করা মধুর স্মৃতিময় সুর
কেনো সময় এমন স্মৃতি বহু দূর!


মন কি মানে বাঁধা স্রোতের ন্যায় চঞ্চল
শিক্ষা-বিবেক দূরে রয় চলে সে অবিরল।


দুচোখ ছাপানো বহু স্মৃতি খুঁজে বেড়ায় চারিদিক
পেয়ে গেলেও থাকতো কি সে মনের সব দিক।


ঘুরে বেড়ায় কেষ্ট ঠাকুর ভাবে প্রতিক্ষণ
মন পঁচে  কি হয়  উত্তর খুঁজে সারাক্ষণ।