নানা রঙের মনের বাজার সংসারে
বোঝা যে দায় নানা দরবারে
বিপদ আসিলে অনুভবে আসে
সেই আড়ালে মুক্ত আমিত্ব মনে জানে।।


কি হবে যদি নাই হয় মূল কর্ম
জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করালের মর্ম
যেতেও যদি হয় যন্ত্রণা সেই পেয়ে
বিফলে কি যাবে জনম এই ভবপার হয়ে?


এক মুহূর্ত যার নাইকো ভরসা
কিসের এতো ঠাটবাট থাকবে কি বাঁচার আশা!
কেষ্ঠ ঠাকুর বলে করোনা কেউ এতো ভয়
চলে এসো এ ভবে সহজ পথে রয়।।