ইচ্ছেরাও নানাদিকে বন্দি
ওরাও অনেককিছুই চায়!
বেছারা! কিছুই করতে পারেনা!
একটা অদৃশ্য হাত
তাদের শক্ত করে ধরে রাখে
দম বন্ধ হলেও ব্যবস্থা কিন্তু আছে!
ওরাই আবার দমের কারিগরের ভূমিকা নেয়
না দেয় চলে যেতে যন্ত্রণার আধার থেকে
না দেয় মুক্ত বাতাসে নিজের মতো দম নিতে
এ কেমন লীলা?
আমিকি শুধুই অনুভূতি-অনুভবগুলিকে
পঙক্তিতেই বলে যাব?
হয়তো দায়িত্বের অনেক
অদৃশ্য হাত ধরে রাখে আমায়!
ইচ্ছেরা আবার দারাজ কণ্ঠে বলে উঠে
মৃত্যুর আগে হলেও মুক্ত বাতাসে
আমরা হেসে-খেলে বেড়াবো!
চিন্তা করোনা!!
হা!হা! জানিনা কিছুই
এই অধম শুধুই বলেই যাবে
করতে পারবে না কিছুই।