ঠিক করেছি,
অলিক স্বপ্নে আমি ভাসবোনা।
তাই কবি আমি হবোনা।
আকশ, বাতাস, নদী, ফুল, পাখি, প্রেম
এগুলো থেকে দূরে থাকার পন করেছি।
পেটে ভাত জোটেনা,
সমাজে চেয়ার জোটেনা,
মেয়ের বাবা মেয়ে দেয়না।
আমি বরং ব্যবসায়ী হবো।
তোমার সাথে আমার সম্পর্ক হবে
দেয়ার ও নেয়ার।
ছল-চাতুরি আমাকে দিয়ে হবেনা।
অন্তরে বিষ রেখে
মুখে হাসি আমার আসবেনা।
তাই রাজনীতি আমি করবোনা।
অতো দেশপ্রেম দেশপ্রেম করোনাতো।
দেশপ্রেম আমি বুঝি।
থাকলে পকেটে টাকা
ভাত ছিটিয়ে কাকের মতো
পাওয়া যায় চ্যালা।
চ্যালারা সব মিছিল করবে-
“মন্টু ভাই এগিয়ে চলো,
আমারা আছি তোমার সাথে।“
মন্টু ভাই পড়লে ফাদে
তোমরা ভাগবে সবার আগে।
এর থেকে ব্যবসাই ভালো।
তোমার সাথে আমার সম্পর্ক হবে
দোকানদার আর খরিদ্দারের।
বেশি পিরিত দেখিয়োনাতো!
বেশি পিরিতের আমার দরকার নাই।
নয়টা-পাঁচটা অফিস আমি করবোনা।
ইয়েস স্যার, জি স্যার বলে
মুখে ফেনা আমি তুলবোনা,
পেটমোটা ঐ টাকলু বসের পায়ে
তেল আমি মারবোনা।
ডিসিশান ফাইনাল। ব্যাবসাই ভালো।
আমি বরং ব্যাবসায়ী হবো।
লেনদেনে গড়মিল হলে
তোমায় আমি খিস্তি দেবো।