আমি জানি তুমি অবুঝ।
কিন্তু এতটা অবুঝ শুরুতে ভাবতে পারিনি।
আকাশে নীলিমার দিকে তাকিয়ে
তুমি বলতে পারোনা
রৌদ্রের খরতাপ কার অশ্রুশূন্য রোদন।
বর্ষার মাঝে দাঁড়িয়ে তুমি ভাবতে চাওনা
কোন আদমের চোখে এতো অশ্রু।
ঝরা বকুল দিয়ে কেবল মালাই গেঁথেছ।
তার সৌরভকে কখনো বুঝতে পারোনি।
কাশফুলের নরম পরশ
কেবলই তোমার বহিরঙ্গে বুলিয়েছো।
হৃদয়ে বুলাতে পারোনি সামান্যতম।
ভোরের পাখির কলকাকলি
যদি একটু হৃদয় পেতে শুনতে,
জানতে- এক যুবকের বুকের ক্রন্দন ধ্বনি কিরুপ,
কতোখানি তিক্তময়, কতোখানি বিষাদে ভরা।
আমি সত্যি-ই অক্ষম।
আমার ভালোবাসা তোমার হৃদয়ে
প্রেম এনে দিতে পারিনি।
পারিনি তোমার অবুঝ মনে
ভালোবাসার আবেদন এনে দিতে।
তুমি এতো অবুঝ হলে কেনো?