তোমার একবিন্দু অশ্রু যদি শীতের সকালে
ঝরা শিশিরের মতো বকুলের পাতা থেকে গড়িয়ে
ঝরে পড়ে তোমার হাতে আমার বিরহে,
আমি পরম আনন্দে সে অশ্রু করিব পান।
বিনিময়ে পাব সুখের সিন্ধুর সন্ধান,
যার অতল গভীর থেকে মুক্তা এনে
গড়বো আমি হার।
ঊষার গোধূলি লগ্নে আমার তৈরি মালা
তোমায় দেবো উপহার।