একদিন ঘাসফুল হয়ে এমন ভেঁজা শিশিরে তোমার পদতল ছুঁবো।
দূর গারোদের গাঁ থেকে ভেসে যাবে মন্দিরার শিরীন আওয়াজ।
একদিন তোমার নগ্ন করতলে ঠাঁই লবো কদমের ফুল হয়ে।
কুয়াশার ঘুম ভেঙে গেলে ঢালুপাড়ার বিধবার সন্তানেরা
যেমন দিনরাত্তির অনাহার মাঝেও
মায়ের কাছে খাবার চেয়ে বসে না।
তারা বুঝে গেছে জননীর কাজ নেই,
খানাখাদ্যি নেই;
বুভুক্ষের লাঙল সারা সুতনু চষেছে দারিদ্র্য।
তেমনি বিরান এই শূন্যতার মাঝেও
আমিও তোমার কাছে ভালোবাসা‌ আর চেয়ে বসবো না,
শুধু ঘাসফুল হবো, পদতল-করতল ছুঁবো।
তুমি দেবতা নও যে,
আমার এ স্পর্শ তুমি অনয়াসে খুঁজে পাবে।
এ ছোঁওয়ার অনুভব পেতে হলে
কিছুটা সাধনার প্রয়োজন, কিছুটা নির্জন, কিছুটা বিরান।।