বসন্ত যেমন বছরে এক বারই এসে—
ঝরা জীবন রাঙিয়ে দেয়,
তেমনি দুঃখ এসেছিলো
রঙিন  জীবন ঝরিয়ে দিয়ে।
সেই দুঃখগুলো মাপতে মাপতে হিমালয় পেড়িয়ে গেছি—
তোমার সাগরচোখে যেদিন স্নান করেছিলো আমার দৃষ্টিরা,
তখন থেকেই কষ্টেরা যাওয়া-আসা শুরু করেছিল।


তুমিতো তা—ই
আমার বুকের পলিল অববাহিকায়
যে প্রথম নগ্ন পায়
ছাঁপ রেখে হেঁটে যায়।


ইনকাদের প্রাচীন মাচু-পিক্চুর মতো
তুমিও— ছিলে আমার হারানো শহর।
কত সম্পর্ক গড়িয়ে দিলে আধুনিক সোস্যাল মিডিয়া;
অথচ আমাদের সম্পর্কের কবিতায় বার্লিন দেয়াল আছে।
দ্যাখো হৃদয়ে—
আমার প্রেম নেই, প্রিয়তমা আছে।।


০৩/০৪/১৯
ত্রিশাল