বসে ছিলাম হাতে কলম আর আধা সমাপ্ত চিঠি নিয়ে।
লিখতে বসেছিলাম,
তবে এখন দেখছি জানালার বাইরের কাঠ গোলাপ ফুল ফুটে উঠতে।


আভাস পেয়েছিলে নাকি তুমি?
বাগানের ফুল গুলো ফুটে ওঠার?
দেখা হয় না বেশ দিন,
চলো যাই সীমানার শেষ প্রান্তে।


দেখো আকাশ আজ কতো শান্ত।
আমি যেন এক বিরল রোগে আক্রান্ত
বুঝেছ! বার বার তোমার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে।


লিখতে তো বসেছিলাম তবে বুঝে উঠতে পারছি না।
চিঠি টা শেষ করতে পারব কি?
মাথায় কিছু আসছে না আজ আর,
দেখা হলে আবার শক্ত করে হাতটি ধরবে কি।


কাঠ গোলাপ গাছে ধরেছে, দেখতে কিন্তু বেশ লাগছে?
জানো কেমন?
তুমি নীল শাড়ি তে খোপা তে বেলি ফুল বাঁধলে যেমন লাগে
ঠিক তেমন।


আকাশের ঝড়ের আশংকা নেই আজ, দেখছি বেশ শান্ত।
হয়েছে অনেক কালক্ষেপণ
দুই লাইন কবিতা দিয়ে তোমার জন্য লেখা চিঠি করি সমাপ্ত।