আজ আমি হারিয়ে ফেলেছি সব
নিঃসঙ্গতায় ডুবে মরছি!
বুঝতে পারছি না কিভাবে কি যে হলো!
ভালোবাসা তো কাল আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ছিল,
কেন সে পাড়ি দিচ্ছে হাজার খানেক পথ আমি তো তা বুঝতে পারছিনা।
আমাকে কি নিঃসঙ্গতা আঁকড়ে ধরেছে? তাও তো আমি বুঝতে পারছিনা।
চিঠিটা তো আমি আজো ভাজ করে বুক পকেটে রেখে হেটে বেড়াই,
সে কি আজো আমায় মনে করতে পারে? মনে রাখে নাকি?
বেলি ফুলের গন্ধ আমার আজো নাকে আসে, জবা ফুল ইচ্ছে করে তার খোপায় বেধে দিতে।
তার অস্তিত্ব কেন আমার কাছে আজ বিলিন? তাকে দেখতে কেন আমি পাচ্ছি না?
কেউ কি আমায় সত্যি করে বলবে?
নিঃসঙ্গতা কি আমায় আসলেই আকড়ে ধরেছে?
মনে আছে সেই হাত ধরে দুজনের হাটা যা করেছিলাম স্মৃতিতে আমার বন্দী?
বলেছিলো তার খুব কষ্ট হচ্ছে, মনে হয় সে তার কষ্টের কারাগার হতে মুক্ত।
সে তো মহা খুশির খবর
তবে আমায় কেনো নিঃসঙ্গতা পেয়ে বসেছে?
তার দেয়া উপহার আজ আমায় কাঁদায় কেন ভালোবাসার মায়ায় এত বেশি আবদ্ধ করে কেন?
তাকে তো আমি আর দেখতে পাচ্ছি না সে কি আমার অনুভূতি  অনুভব করে?
আমার কথা কি তার আজও মনে আছে?
তারার দিকে তাকিয়ে কেন আমি দেখতে পাচ্ছি?
প্রিয় কাছে আসবে না আমার? এত দূর হতে তো আমি তোমার ছোয়া অনুভব করতে পারছি না।
এসো চলে এসো জলদি
আজ আমি মহা নিঃসঙ্গতায় আক্রান্ত!