জানিনা কবে শেষ হাসিটা হেসেছিলাম
শেষ কবে শৈশবের আনন্দ অনুভব করেছিলাম।
জানিনা কবে বন্ধুরা শেষ খেলা টা খেলেছিলাম শৈশবের
দেখতে দেখতে পার করে ফেলা হলো অনেক টা বছর।
মাঠের এক প্রান্তে, দাঁড়িয়ে আজ আমি একা,
এখানেই না রচিত হয়েছে হাজার টা বন্ধুত্ব আর বিচ্ছেদ।
বিচ্ছেদ? বিচ্ছেদ গুলই শক্ত শিকড়ে আবদ্ধ হয়েছিলো।
তারা আছে আজো তবে হাতে বন্দি যন্ত্রে র ওপারে!
মাঠে তো দাঁড়িয়ে আজ আমি একা!
মনে পড়ে সেই আড্ডা গুলো
মনে পড়ে মায়ের হাতের পিটুনি গুলো।
সময় কেমনে বদলে গেলো দেখতে দেখতে।
গ্রীষ্মের ছুটি কেন আজ আর ফিরে আসে না?
কেন আর খেলতে কেউ ডাকেনা?
পার করে ফেলেছি? পার করে ফেলছি কি আমি?
আমিতো আজকে মাঠের এক কোণে দাঁড়িয়ে।
আমি ফিরে পেতে চাই!
ফিরে পেতে চাই আগের অনুভূতি
ফিরে পেতে চাই হারানো সব ভালোবাসা
চাই সব যন্ত্র কে দূরে ঠেলে দিতে,
চাই সব আপন মানুষ কে আরেকটি বার জড়িয়ে ধরতে।
জড়িয়ে ধরতে চাই, জানিনা তো কবে চলে আসে শেষ সময় টি।
আমি!
আমি আজ মাঠে একা দাঁড়িয়ে।