আমার অন্ধ প্রাণ
সেখানে কোনো গুজব নেই।
সবকিছু কেমন মসৃন আর সচ্ছ।
মনে হয় বুকের মাঝে হৃদপিণ্ডটা গেছে পচে
প্রতি নিঃশ্বাসে পাই শুঁটকি মাছের গন্ধ।
হিসেবটা কেমন জড়িয়ে প্যাঁচিয়ে গেছে
তবু তোকে দেখলে কস্ট হয়।
হয়ত মৃতু আসন্ন, তারপর
গোলাপি আকাশের নীচে
কেউ করবেনা আর অপেক্ষা।
আর দরকার নেই চশমাটা আমার
সারাটা জীবন ধরে বৃষ্টি পড়ছে চোখে।
ধুক করে জ্বলে নিভে গেলাম, যেন
ঝাঁপ দিচ্ছি আমরা সবাই ফুলের অভিশাপে।