ওগো সকাল তুমি আবার কবে আসবে?
ঘন কুয়াশায় ঢেকে আছে মন,
জীবন কুহেলিকায় যেনো হারাচ্ছে সব নিয়ন্ত্রণ।
অদৃষ্টের সম্মুখে, পিঠ ঠেকে গেছে দেওয়ালে,
ওগো সকাল তুমি আবার কবে আসবে?


ওগো আলো, তুমি আবার কবে গায়ে লাগবে?
ভয় গুলো সব শিরদাঁড়া হয়ে প্রতিনিয়ত নামছে।
উত্তেজনা, যেনো কত স্বাভাবিক -
ডাক নামের মত, প্রতিমুহূর্ত আসছে।
আর আমার প্রাণ স্ফটিকের দৈর্ঘ আর প্রস্থ জুড়ে
দানাদার অণু গুলো হচ্ছে এলোমেলো।
ওগো আলো, তুমি আবার কবে গায়ে লাগবে?


দয়া করো, আমি নই ইস্পাত।
ভেঙে যেতে পারি, এই অনৈতিক অন্ধকারে।


ন্যায্য দামে, যদি কিছু দাও আশা,
মিঠে রোদ্দুর মেখে নিতে আরো বহুবার
সময়ের ঋণ নিবো মাথা পেতে
তোমার আগমনের।