আমার আকাশ জুড়ে নীল রং
ঝিপ ঝিপ বর্ষায়, তুমি সুন্দরী শ্রাবণ।
উইপোকার মত পেলাম ডানা
এই বার যাবো দিগন্ত উড়ে।
তুমি নয়ন মিলে দেখো -
সেই সুখ অভিসারে।

আমার নিশ্বাস প্রশ্বাসে ফুলের সুগন্ধ।
ভীমরুল, বোলতা, মৌমাছি আর
পাখিদেরও দাও আজ নিমন্ত্রণ।
কানে ভরে উঠুক আশ্বাসের গুঞ্জন।


আর দেরি নয় দেখো বেলা হয়ে যায়।
নিরবে আসবো ঘুরে নতুন মৃন্ময়।
শুধু শ্রেওসির মত করে -
রেখো আমার স্মৃতির এক খানি।
লগ্ন দিচ্ছে ডাক - শ্রাবন্তী।
পাণ্ডুলিপি তে কাজ নেই আর
ন টার ঘড়িটা তে শুধু ক্লান্তি।


চিন্তা করোনা আর পথ হবেনা ভুল।
ধূমকেতুর ধুলোর আলোয় ভিড়,
জমিয়েছে আমার মত রাশি রাশি।
আবার লিখবো কাব্য, ভিন্ন শুকতারার দেশে।
জীবন সঞ্চয়ে যা ছিল,
বসন্তের গান হয়ে ভেসে যাক।