কালো চোখ, আর তার কালো চুল
পূর্ণীমার রাত, সব যেন নীজুম।
ফেরারি আমার ঘুম।
হল্কা শীত, প্রেম তারও চেয়ে গরিব
পুরোনো ওই শাল, তাই খুঁজে মরে মন।
ভবঘুরে আমার ঘুম।
স্বপ্ননের চাঁক, ভেঁগে চুরমার
কান পেতে, শুনি তাই রাত পাখির গান।
বেদুইন আমার ঘুম।
জড়িয়ে ধরি গায়ের চাদর
মৃদু উষ্মতায় তার স্নুহানুভুতির সুর।
ফিস ফিস করে বলে, তুই হারিয়েছিস ঘুম।
ব্যথা জানাবার শব্দ কোথায়?
নিকোটিনের ছেঁয়ায় ঠোঁট পুড়ে যায়
আয় ঘুম তুই আয় ফিরে আয়।
ভ্রান্তের মত ঘুরছি কত ওলিগলি অন্তহীন
বিছানার এক পাশে, পাশবালিশের সাথে
আমি  নিদ্রাহীন।