কাল যদি কোনো উল্কাপিণ্ড হয়ে
আছড়ে পড়ি তোমার বুকে,
কালপুরুষ হয়ে আগলে ধরো।


কাল যদি ছায়াপথে ভুলে হয় পথ
প্রতিটি ধূলিকণার কুজ্ঝটিকায় খোঁজো
আমায়, নাম ধরে ডেকো - নিহারিকা।


আর হাওয়ায় গন্ধ যদি পাও বারুদের
যদি পাও দগ্ধ উত্তাপের নিক্ষিপ্ত আঁচ
তবে ধরে নিও না তা ছিল
কোনো বিস্ফোরক সত্যি।
ঈর্ষা আর আক্রোশের অমানবিক বিক্রিয়ায়
হতে পারে কোনো অর্থহীন অর্থ
ক্রমান্বয়ে পাচ্ছিল বৃদ্ধি
আমাদের হৃদয়ের স্তরে স্তরে
সংকুচিত অন্তর্ভাগে।


কাল যদি কোনো পৌরাণিক ভুলে
অতিবেগুনি কিছু রশ্মি নিঃসরিত হয়ে
মেসে তোমার রক্তমাংসের রসায়নে,
তবে বিবর্তনের হাত ধরে আমায় ভুলে যেও।