স্তব্ধ সময়/ব্যস্ত নগর/বড়ই ক্লান্তিকারি,
যখন নয়ন/না করে বরণ/ঝরায় অশ্রুবারি।
হ্রদয়ের মাঝে/বেদনার খাঁজে/কত অভিমান এসে মেশে,
মন দরিয়ার/কোন কিনারায়/তরী যায় ভেসে ভেসে।
অন্তরে ব্যথা/ভেবে তার কথা/দিন গুলি যায় কেটে,
কখনও দিয়ে দোষ/করে আফশোষ/করাঘাত করে ললাটে।
কত কবিতা/লিখে তবু তা/অসম্পূর্ণ রাখে,
ঘটে যাওয়া ঘটা/বিবর্ণ ছটা/সারমর্মের নিরিখে।
দিগন্ত নীল/সে এক শঙ্খচিল/খোঁজে দিশেহারা পথ,
একা একা থাকে/বলবেই বা কাকে/সে যে নিশাচর মথ।
এক দিন বিষে/চলে গেল শেষে/নিয়ে সবার উপেক্ষা,
কত করে আশা/একটু ভালোবাসা/করেছিল শেষ প্রতীক্ষা।।