আকাশ মেখেছে আজ আবিরের লাল
যেন হাহাকার ডেকে ওঠে হতে অন্তরাল।
হাত বাড়িয়ে রয়েছি তোমার আশীষ আঁচলে
ওগো আাজ তুমি যেওনা চলে।
তোমার মহিমায় আমি করি নত শির
ফিরে এসো আজ লগ্ন গধূলীর।


হয়ত বা দিন ফুরোলো
দিকনা সময় তাড়া।
ফুটবে তবু ভোরের আলো
রাএির যদি না দাও সাড়া।


চোখে ছল ছল, ভিরু এই  মন
যেন কালবৈশাখীর হলো আগমন।
তাই হঠাৎ করে, এই অজানা মোড়ে
ওগো আাজ তুমি যেওনা ছেড়ে।
পিতা তুমি, গুরু তুমি, তুমিই বীর
এই লগ্ন গধূলীর।