কালো রাজ হাঁসের মতো
তুমি সহজ আর নিষ্পাপ
সুন্দর আর গর্বিত।
যা করেছে মুক্ত আমায় আর
আমার পাপী ইতিহাস।
চাঁদের সোনালী আভা
এখনও আছে লেগে গালে।
তুমি কি কোনো পরী
হয়ে এলে সর্গ থেকে?
ডানা মেলে আছো প্রজাপতির-
ছুঁয়ে দেখি, পৃথিবীর শেষ প্রান্তে
যদি পাই স্থান তোমার পাশাপাশি।
তোমার চোখে হক আমার সলিল সমাধী
রূপকথায় লেখা হক সেই বিবরণ।
নির্দ্বিধায় কফিন হতে আসবো বেরিয়ে আবার
তোমার নিশ্বাসের সুগন্ধে সেদিন হবে শরৎ কাল।"
ভালবেসে যাবো এইভাবে তোমায় হাজার বছর
ফুল ফুটবে উঠে সমস্ত অস্তি পাঁজর।
জাহুবির স্রোতে করে ভেসে যাবো
আর একটু ধৈর্য্য ধরো।
ওগো আমি এখনও আটকে আছি
তোমার কালো হরিণ চোখে।