এই শহরের কোথাও তুমি নেই --
নিখোঁজ বিজ্ঞাপনে ছেয়ে গেছে পুরো শহর ।


এই সব ভীষণ একা থাকার দিনে
রৌদ্রুময়দুপুরে খুব বেশি অনুভব করি
পাশাপাশি এক হাত || মায়ায় ভরা দীঘল চোখ ।


নিঝুম দুপুরের বিষন্ন ক্ষণে ইলেকট্রিসিটি চলে গেলে
হাত পাখায় না হোক একটু শীতল বাতাস দিবে ।
এমন কেউ কাছে থাকুক ।


অন্তত বাতাস না করুক --
পাশে বসে বলুক -- বড্ড বেশি গরম || ঘেমে গেছো ।
দেখি আঁচল দিয়ে মুছে দিই ।


সঙ্গে না যাক,আঙুলে আঙুল রেখে না হাটুক
অন্তত কেউ বলুক--
বাইরে ভীষণ রোদ সঙ্গে ছাতা নিয়ে বের হইয়ো ।


তবু যেন --
কোথাও কেউ দুরত্ব না বাড়ায়  
দুরত্ব যে কেবল দুঃখ'ই জমায় ।