ঘন বরিষায় মুঠোফোনে প্রেমালাপ,
মুঠোফোনে রিং বেজে উঠলো...


#কপোতী
এমন ঘনঘোর বরিষায়,
দেখ মন খুঁজে তোমায়,
কাব্য শোনাবার বায়নায়-


"তুমি সন্ধ্যার মেঘমালা,
      তুমি আমার নিভৃত সাধনা।"


#কপোত
করো না এমন পাগলামো,
কাব্য রেখে একটু শোনো-
বৃষ্টিতে ভেজা যে বারণ,
জ্বর এনো না অকারণ।
        


#কপোতী
আজ পাগলামোতে মন জুড়াবো,
বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে,
রঙিন অনুভূতি যতো দিব ছড়িয়ে
যতন করে সখা নিবে তো কুড়িয়ে?


#কপোত
ওরে পাগলি...
বৃষ্টিতে ভেজার ফন্দি?
বাড়িতে যাও জলদি।


#কপোতী
এমন মধুর বরষাতে
বাড়িতে কী মন টেকে!
একগুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে।


#কপোত
পাগলামো ছাড়
গৃহের পথে ফির,
আমার মন ভর-
কাব্যসুধায় কান জুড়ো।


#কপোতী


গৃহে যে বিশাল আকাশ নেই,
কোনঠাসা গৃহকোণ গো সেই,
আজ মন উন্মুক্ত বিহঙ্গের ন্যায়,
কাব্যতানে তব কান জুড়োতে চায়।


#কপোত


অবুঝ বালিকা,
তব কল্পনায় বিশালতার ছবি এঁকো,
সে ছবিতে আমি রঙধনু মেশাবো।
বর্ষার মেঘমালায় ভেসে ভেসে
মনে শত কাব্যের জাল বুনো।
আমি নির্বাক স্রোতা হয়ে তব
কাব্যরস আস্বাদন করবো।
এক্ষণে বাড়ি তো ফিরো। 😊


[কপোত বর্ষনমুখরদিনে গৃহবন্দী (নরসিংদী),
কপোতী বাহন থেকে নেমে খোলা আকাশের নিচে(সানারপাড়) #গোধূলিলগ্নে]