সমুদ্র  ছিলো  থালার  উপর
তারপর   সে  জায়গা  নিলো, চোখ
কবিতা ছিলো কলমের  ডগায়
তারপর  সে  জায়গা নিলো, দুর্ভোগ


আমি  একটা  ব্যস্ত  কর্মের উপর
কিছু  একটাতে ,  নিজেকে কোনমতে বেঁধে
ব্যস্ত  হওয়ার চেষ্টায়
চোঁট  গুনেছিলাম  মানসিক বোধে


ক্লান্তি  ঘাস  মাড়িয়ে
শিশির  স্পর্শ  করে
আর  থালার  উপর সমুদ্র
চোখ  বেয়ে বুকে   মেলে  ধরে