রোজ কবিতার লাশে
আমি চোখ মেলে দেই আকাশে
হিসেবশাস্ত্র ভুল হয়ে যায়
কলমের ছুটি অবশেষে...


দিনের শেষে রঙিন জীবন
ক্ষুদ্র শোকের সমাহার
এই দুপায়েই বয়ে নিয়ে গেছিলাম
কবিতার শেষযাত্রার পাহাড়


এখন হঠাৎ হঠাৎ
চোখে নামে বৃষ্টি
আমার এখনো মনে আছে
কবিতার প্রতি আমার নির্বাক দৃষ্টি