জানুয়ারির গভীর শীতে
উন্মাদনা যখন তুঙ্গে
মুখোমুখি তুমি আমি
উত্তরবঙ্গ এক্সপ্রেসে একসঙ্গে


হাওয়াতে বিলাসিতা
গরম চাদরে ঢাকা দুজনের মুখ
আমি আড় চোখে খুঁজে যাই
তোমার উপস্থিতিতে আমার সুখ


বয়ে যায় নদী হতে হতে ছবি
জমে ওঠে সংলাপ
আর সোয়েটারের ভেতরে
বেড়ে যাওয়া রক্তচাপ


স্টেশন আসে একের পর এক
বুক কাঁপে ঘিরে ধরে শোক
এই বুঝি মেয়েটা নেমে যাবে
এই ভাবনা দূর হোক


তারপর ধীরে ধীরে হলো সকাল
আমার মস্তিস্ক যেনো মহাকাল
গোলাপ হয়ে ফুঁটছো তুমি
আরা ইচ্ছেরা নাজেহাল