সম্মুখে দেখি না তোমায়
ছুঁতে পারি না তাই


কেন বলেছ, তুমি বেদুঈন বাতাস
কেন বলেছ
সীমাহীন আসমানের তারায় তারায় তোমার মুখর বসতি
মাঠে আর মেঘে  রঙের হাসি
নদীর জলে টলটলে ঢেউ


প্রথম ছুঁয়েছো যেদিন
ভালোবেসে জেনেছি
তুমিই আমার চেনা শরীর
সে শরীরের বাইরে তুমি জল নও, নদী নও
মেঘ নও, তারা নও কিংবা সবুজ মাঠে সুফলা রঙ


চেনা ওই শরীর ছাড়া
যে কোন রূপেই অচেনা তুমি!