তোমার মন মেঘে মিশে
ভাসতে শিখেছে সে কত দিন-
আর আমি চৈতালী মাঠ।


কত শরৎ শীত আর বসন্ত গেছে গ্রীষ্মের পথে পথে
সূর্যের নিক্ষেপিত বর্শায়
ছিন্ন হয়েছি শত,
চৌচির হয়েছি রোদে।


বানের স্রোত কতবার ভেসেছে বুকের উপর
তবু পলি জমেনি ছেঁড়া মাঠে-


আমি তো এক চাতক পাখি
মেঘ-জলের প্রত্যাশায়
আজো চৌচির
আজো অপলক।